প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম (ভিজিটর : ১৪৭)
নেত্রকোনার মোহনগঞ্জে কমিউটার ট্রেনের টিকেট কলোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিনের করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। আজ শুক্রবার জিআরপি পুলিশ কোর্টে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকাল ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. খসরু (২৫), টেংরাপাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমকে পাঁচশো টাকা ও ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা হাজতে রাখা হয়েছিল। আজ (শুক্রবার) সকালে তাদের কে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা আদালতে সোপর্দ করা হলে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়।