প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:১১ এএম (ভিজিটর : ৮৯)
ডোনাল্ড ট্রাম্প মুখবন্ধ রাখার জন্য প্রদত্ত ঘুষ প্রদান মামলায় আসন্ন শাস্তি রোধের জন্য আবেদন প্রত্যাখ্যান করেছে নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এর ফলে আগামীকাল শুক্রবারের শুনানি বন্ধ করতে মার্কিন সুপ্রিম কোর্টই তার শেষ আশা।
নিউ ইয়র্ক কোর্ট অফ আপিলসের এক বিচারক সংক্ষিপ্ত এক আদেশে ট্রাম্পের আইনজীবী দলের শুনানির আবেদন নাকচ করেছেন। ট্রাম্প শুক্রবারের শাস্তির শুনানি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
তার আইনজীবীরা বুধবার দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেন, কারণ নিউ ইয়র্কের নিম্ন আদালতগুলো বিচারক জুয়ান এম. মার্চানের শাস্তি বিলম্বিত করার আবেদন প্রত্যাখ্যান করেছে। বিচারক মার্চান গত মে মাসে ট্রাম্পের ৩৪টি অপরাধমূলক ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলার শুনানি ও রায় পরিচালনা করেছিলেন।
বিচারক ইঙ্গিত দিয়েছেন যে তিনি ট্রাম্পকে কঠোর শাস্তি দেবেন না এবং তার শাস্তি ঘোষণায় ভার্চুয়াল উপস্থিতি অনুমোদন করবেন, যাতে তাকে ম্যানহাটানের আদালতে ব্যক্তিগতভাবে হাজির হতে না হয়।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের মাত্র দুই সপ্তাহ আগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।