ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম  (ভিজিটর : ১৪৪)
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ (৮ জানুয়ারি) বুধবার সকালে রাজধানী ঢাকার কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করেছেন। সুইডিশ দাতা এজেন্সি সিডার অর্থায়নে পরিচালিত এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত আলো ক্লিনিক একটি দুই বছরের পাইলট প্রকল্প, যা শহরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।

পরিদর্শনকালে আলো মডেল ক্লিনিক প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, আলো ক্লিনিকে সাধারণ রোগ, প্রসব-পূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান, এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং মৌসুমী রোগসহ অ-সংক্রামক রোগের চিকিৎসা প্রদান করা হয়। সব সেবা বিনামূল্যে প্রদান করাসহ ২৩ ধরনের ওষুধ সরবরাহ করা এখানে রোগীদের সরবরাহ করা হয়। এছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড। এছাড়া একবার নিবন্ধিত হলে, ভবিষ্যতের যেকোনো চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নগর স্বাস্থ্য ব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছে। এরকম উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনি তা অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর চাপ কমাবে।

স্বাস্থ্য উপদেষ্টা ক্লিনিকের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন এবং হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবাব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনের সময় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]