প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৪:৪৯ পিএম (ভিজিটর : ৩০৬)
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ডেনিস ইছাপুর সড়কের উন্নয়ন কাজের জন্য আনা বিটুমিন ও গ্রীন ওয়েল চুরি হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ডেনিস ইছাপুর সড়কের পাশ থেকে বিটুমিন ও গ্রীন ওয়েল গুলো চুরি হয়।
সূত্র জানা গেছে, (জিএসপি) প্রকল্প থেকে ৮৫ লাখ টাকা বরাদ্ধ হওয়া এলজিইডির মাধ্যমে ঠিকাদার এমএম কনাসট্রাকসন কাজ শুরু করে।ডেনিস ইছাপুর সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে, সড়কের জন্য আনা বিটুমিন ও গ্রীন ওয়েল মঙ্গলবার রাত ১ টার দিকে একটি ট্রাকে করে ১০/১২ জন ও ১ টি মোটরসাইকেল ১ জন চোর রাতে ইছাপুর সড়কের পাশ থেকে ১৫ ড্রাম বিটুমিন ও ৮ ড্রাম গ্রীন ওয়েল চুরি করে নিয়ে যায়।
ঠিকাদার এমএম কনাসট্রাকসন এর সত্ত্বধীকারী মাহতাবুর রশিদ জানান, এলজিইডি মাধ্যমে ৮৫ লাখ টাকা উন্নয়ন কাজে পেয়ে কাজ শুরু করি।
গতকাল রাতে ১ টি মোটরসাইকেল ও বড় ট্রাক নিয়ে ১৫ ড্রাম বিটুমিন ও ৮ ড্রাম গ্রীন ওয়েল নিয়ে যায়। যার মূল্য অনুমানিক ৪ লাখ টাকা।
এবিষয়ে জানতে চাইলে সোনাগাজী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, আমার থানায় চুরির বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি, করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।