প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৮ পিএম (ভিজিটর : ৮৩)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য বরাবর দশটি বিষয়ে ৩৯ টি সংস্কারের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ৩৯টি দাবির অন্যতম দাবি হলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন, এলামনাই এসোসিয়েশন গঠন ও ২য় সমাবর্তন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামুল্যা বরাবর স্মারক লিপি জমা দেয় হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক ও সেক্রেটারি শেখ রিয়াদ। এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ছাত্রসংসদ, এলামনাই এসোসিয়েশন ও সমাবর্তনের বিষয়ে ছাত্রশিবিরের দাবি গুলো হলো:
১. আগামী ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে ডায়লগ করে ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং আগামী ৪ মাসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছরেও এলামনাই এসোসিয়েশন গঠিত হয়নি। অনতিবিলম্বে এলামনাই এসোসিয়েশন গঠন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্খিত ২য় সমাবর্তন অতিদ্রুত আয়োজনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন, আবাসন সংকট দূর করণ, একাডেমিক সংস্কার, লাইব্রেরি, টিএসসি, ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টারের মানোন্নয়ন সহ বিবিধ দাবি জানিয়ে স্মারকলিপি দেয় হাবিপ্রবি ছাত্রশিবির।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দুই যুগ পার হয়ে গেলেও এখনো চালু হয়নি ছাত্র সংসদ, গঠিত হয়নি এলামনাই অ্যাসোসিয়েশন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ২০১০ সালে। ১৪ বছর পর হয়ে গেলেও হয়নি দ্বিতীয় সমাবর্তন।