প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১:৩৭ পিএম (ভিজিটর : ১৯০)
সরকার পতনের পর থেকে উপাচার্য বিহীন রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। গত ৫ আগস্টের পর থেকে উপাচার্য বিহীন বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রমই স্থগিত হয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিস্থিতিতে গত ৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে থেকে বিশ্ববিদ্যালয়ের জরুরি অবস্থায় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দায়িত্ব পালনের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের চেয়ারম্যান ড.নিখিল চাকমা কে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এদিকে বিশেষ পরিস্থিতিতে প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও উপাচার্যের আগমনের কোন লক্ষণ দেখা না যাওয়ায় আন্দোলনে নেমেছে রাবিপ্রবিয়ানরা। আজ তারা ক্লাস বর্জন করে শহরের বনরূপা নামক স্থানে উপাচার্য নিয়োগের জন্য কর্মসূচি পালন করেছে।
এর আগে গতকাল মাঝরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমস্যার কথা তুলে ধরে উপাচার্য নিয়োগের দাবিতে এক দফা কর্মসূচির কথা জানান তারা।
এদিকে উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় জরুরি অবস্থায় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দায়িত্বে থাকা ড. নিখিল চাকমা বলেন ” আমরা উপাচার্য চাই। একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন হতে পারেনা। রাপ্রিবির আইন অনুযায়ী একজন উপাচার্য যে সব কাজ করতে পারে আমি তা পারবো না। জরুরি অবস্থায় আমার দায়িত্ব সীমাবদ্ধ। যদি মন্ত্রণালয় চায় তাহলে ভিন্ন বিষয়”।
উপাচার্য বিহীন নানা সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অপু বলেন ”বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আজও ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সকলে বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। খুব অল্প সময়ের মাঝে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাবো”।
উল্লেখ্য গত ১৮ আগস্ট ২০২৪ খ্রি. রবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করে।