ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১ অক্টোবর ২০২৫ ১৫ আশ্বিন ১৪৩২
ই-পেপার বুধবার ● ১ অক্টোবর ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




গোমস্তাপুরে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৪:২৯ পিএম  (ভিজিটর : ৪২৪)
দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্য প্রবাহের কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এই সব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদত ও বটে। এমন কনকনে শীতে অসহায়  মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসার মাধ্যমে রহনপুর এরিয়া ব্যুরো বাংলাদেশ এনজিও রচিত করলো মানবিক সেতুবন্ধন। রহনপুর এরিয়া বুড়ো বাংলাদেশ এনজিও অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বুরো বাংলাদেশ এনজিও। বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ  দেলোয়ার হোসেন রনি, বুরো বাংলাদেশ রহনপুরের এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন । 

এই শীতে শীতবস্ত্র পেয়ে খুশি এক বৃদ্ধা দেলু বেগম  জানান, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ  বুরো বাংলাদেশের কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না। 

বুরো বাংলাদেশ রহনপুর এলাকা ব্যবস্থাপক  ছানোয়ার হোসেন বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে  এবং অসহায় ও হতদরিদ্র  জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com