ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ক্রীড়াঙ্গন ২০২৪; সাফল্য ব্যর্থতায় ভরা বছর
সফিকুল হাসান সোহেল
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:১৯ পিএম আপডেট: ২৮.১২.২০২৪ ৫:২০ পিএম  (ভিজিটর : ২৬৫)
আলোচিত ২০২৪ সালের বিদায়ঘণ্টা বাজছে। নতুনকে বরণ করার অপেক্ষা। এ বছর ক্রীড়াঙ্গনে নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন সাফল্য আছে, ব্যর্থতাও একেবারে কম নয়। দেশে বর্তমানে সব মিলিয়ে ৫৪টি ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশন রয়েছে। যাদের বেশিরভাগ সাইনবোর্ড সর্বস্ব। অনেকগুলোই বছরের বেশিরভাগ দরজাও খোলা হয় না। অনেকগুলো সম্ভাবনাময় হলেও কার্যকর কমিটি না থাকাই মুখ থুবড়ে পড়ে আছে। তারপরও ক্রিকেট, ফুটবল, কাবাডি মিলিয়ে ছয় শিরোপার দেখা মিলেছিল। যদিও ক্রিকেটে জাতীয় দলের কোনো প্রাপ্তি নেই। তারপরও বাংলাদেশের ইতিহাসে কখনো এক বছরে এত ট্রফি জয়ের রেকর্ড নেই। বছরে আলোচিত টুর্নামেন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ ম্যাচে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের কাছে হেরে তা সম্ভব হয়নি। মে মাসে অনুষ্ঠিত এ আসরে দলের দায়িত্বহীন পারফরম্যান্স নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে জাতীয় দল ব্যর্থ হলেও যুবারা দেশকে ট্রফি উপহার দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুললেও ৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ। ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি ছিল আসরে বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা। জাতীয় দল তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। সেখানে কি না যুবাদের টানা দুই শিরোপা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে উঠলেও দুর্ভাগ্যক্রমে ভারতের কাছে হেরে যায়।
ফুটবলে জাতীয় পুরুষ দলের বছরটা কেটেছে আগের মতোই। কোনো সুখবর নেই। ফিফা র‌্যাঙ্কিং ১৮৫। কোন উন্নতি নেই। একই জায়গায় মুখ থুবড়ে পড়ে আছে। বড় প্রাপ্তি ছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের শিরোপা অক্ষুণ্ন রাখা। যার ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন তারা ১৩২। সত্যি বলতে কি, যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল তাতে সাবিনা খাতুনরা ফাইনাল খেলতে পারবেন কি না সে সংশয় ছিল। নতুন কোচ পিটার বাটলারকেও নিয়ে ছিল বিতর্ক। অথচ কথায় নয়, মাঠেই শিরোপা জিতে মেয়েরা জবাব দিয়েছেন তারাই সেরা। ২০২২ সালে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিলেন সাবিনারা। এবারও ৩০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করেন। দেড় যুগ ধরে জাতীয় দলের সাফে ফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। মেয়েরা সেখানে টানা দুই শিরোপা জিতলেন। এতে প্রমাণ মেলে নারী দলের অগ্রগতি। বয়সভিত্তিক সাফ ফুটবলেও মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছেন। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। শ্বাসরুদ্ধকর এ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারেও ফল নিষ্পত্তি হয়নি। উভয় দল ১১টি গোল করার পর ভারত খেলতে অস্বীকৃতি জানায়। এতে যৌথ চ্যাম্পিয়ন করা হয়। বাইলজ অনুযায়ী বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হন। নেপালের আসরে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। বিদায়ী বছরে নারী ফুটবল দল ৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটি ফ্রেন্ডলি ও চারটি সাফের। পুরুষ ফুটবলে একমাত্র প্রাপ্তি ছিল অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের শিরোপা। আগস্টে নেপালে অনুষ্ঠিত এ আসরে ফাইনালে মারুফুল হকের প্রশিক্ষণে বাংলাদেশ ৪-১ গোলে হারায় নেপালকে। ২০২৪ এ জাতীয় দলের প্রাপ্তি আহামরি কিছু না হলেও নতুন বছরে নতুন রূপে জাতীয় দলের দেখা মিলতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর মার্চেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে। আরো বেশ কজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে অর্ন্তভুক্তির চেষ্টা চলছে। কাবাডিতে জাতীয় দল বঙ্গবন্ধু কাপে টানা চারবার চ্যাম্পিয়ন হয় চলতি বছরেই। ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ হকিতে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। হকির ইতিহাসে এই প্রথম কোন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। আগামী বছর ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল অংশ নিবে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। এর বাইরে ব্যর্থতার বৃত্তে কেবল ঘুরপাক খাওয়া। পুরুষ ফুটবল দল যেমন, দুটি জয় ও মাত্র তিনটি গোল দেওয়ার পরিসংখ্যান নিয়ে বছর শেষ করছে। ফুটবলের বাইরে অলিম্পিকসে বরাবরের মতো অংশগ্রহণই মূলকথা হয়ে থেকেছে; বরং প্যারিসের আসরে নানা বিতর্কও সঙ্গী হয় বাংলাদেশের। দেশের ক্রীড়াঙ্গনের নানা ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়াও লেগেছে ২০২৪ সালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে চেনা মুখ কাজী সালাউদ্দিনের জায়গায় এসেছেন তাবিথ আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চালকের আসনে পরিবর্তন আসে ২৬ অক্টোবরের নির্বাচনে। শুরুতে হারি বা জিতি, নির্বাচন করব বললেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন কাজী সালাউদ্দিন। ২০০৮ সাল থেকে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতির দায়িত্বে থাকা সালাউদ্দিনের জায়গায় নির্বাচিত হয়ে আসেন সাবেক ফুটবলার, ব্যবসায়ী ও রাজনীতিক তাবিথ আউয়াল। দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ে অবশ্য উল্লেখযোগ্য তেমন ছাপ রাখতে পারেননি তাবিথ। লিগ ও ফেডারেশন কাপের ভেন্যুর মান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। দুই কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার জেমস বাটলারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি তার কমিটি। তবে তাবিথ প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন বছরে নতুন শুরুর। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখার অপেক্ষা ফুরানোর বিষয়টি এখন স্রেফ সময়ের ব্যাপার। সেটা মিলে যেতে পারে, আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচেই। এ বছর অফিসিয়াল, আন-অফিসিয়াল মিলিয়ে ১২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিফা স্বীকৃত ৮ ম্যাচে জয় মাত্র ২টি, ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। এই দুই ম্যাচে মাত্র ৩ গোল করতে পারে বাংলাদেশ, বাকি কোনো ম্যাচে পায়নি জালের দেখা। এই আট ম্যাচের মধ্যে ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, লেবাননের পাশাপাশি ভুটান ও মালদ্বীপের বিপক্ষে হারের তেতো স্বাদও পায় দল।
১৮৩তম স্থানে থেকে ২০২৪ শুরু করেছিল বাংলাদেশ; শেষ করছে দুই ধাপ পিছিয়ে। ফুটবলের বাইরে অন্যান্য খেলার মধ্যে জুলাই-আগস্টের প্যারিস অলিম্পিকসে অ্যাথলেটিকস, সাঁতার, আর্চারি ও শুটিং- এই চার ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। স্বপ্ন দেখার মতো কোনো গল্প বরাবরের মতো এবারও নেই। বরং এবার সঙ্গী হয় নানা বিতর্ক! দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান হিটে ১০ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ছিটকে যান। প্রাথমিক পর্বের ৬টি হিট মিলিয়ে ৪৫ জনের মধ্যে ২৫তম হন তিনি। দৌড় শেষের পরই বোমা ফাটান ইমরানুর। দাবি করেন, অ্যাথলেটিকস ফেডারেশনের চাপে চোট গোপন করে অংশ নিয়েছেন। এ বিষয়ে অলিম্পিকস কাভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তাদের ওপর চড়াও হন শেফ দা মিশন ও শুটিং ফেডারেশনের সেসময়কার মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এ বছর অক্টোবরে দাবায় দারুণ প্রাপ্তি মনন রেজা নীড়ের। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে ছাড়িয়ে দেশের সবচেয়ে কম বয়সী ইন্টারন্যাশনাল মাস্টারের রেকর্ড নিজের করে নেন এই কিশোর। সিক্স ডেইজ বুদাপেস্ট টু ইয়ারস-২০২৪ জিএম-এ টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার সামবিত পান্দাকে হারিয়ে তৃতীয় নর্ম পান মনন। তাতে অনন্য কীর্তিটি গড়েন তিনি। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নেওয়া নিয়াজ ইন্টারন্যাশনাল মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর। তখন তার বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ২০১০ সালের ১৮ জুনে জন্ম নেওয়া মনন ১৪ বছর ৩ মাস বয়সেই বনে যান ইন্টারন্যাশনাল মাস্টার। বছরের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে দাবাতে। এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলতে খেলতে হঠাৎ লুটিয়ে পড়েন জিয়াউর রহমান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ফেরানো যায়নি এই কিংবদন্তিকে। প্রিয় দাবার বোর্ডেই জীবনের পথচলা থামে জিয়ার, বিষাদময় দিনটি ছিল ৫ জুলাই। আর্চারিতে এ বছর ছিল ঘটনার ঘনঘটা। তারকা আর্চার রোমান সানা হঠাৎই মার্চে অবসরের ঘোষণা দিয়ে বসেন। সেসময় ফেডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগের তির ছুঁড়েছিলেন তিনি, পরে অবশ্য অবসর ভেঙে ফেরেন। এর আগে ফেব্রুয়ারিতে এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে দলগত বিভাগে দুটি রুপা জেতে বাংলাদেশ। রিকার্ভ মহিলা দলগত বিভাগে দিয়া, সীমা আক্তার ও ফাহমিদা সুলতানা নিশা অবশ্য বাংলাদেশকে এনে দেন ব্রোঞ্জ। অক্টোবরে এসে আর্চারি শিরোনামে আসে ভিন্ন কারণে! মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের বিরুদ্ধে ওঠে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার অভিযোগ। শুরুতে এ নিয়ে অনেক গাল-গল্প শোনা গেলেও শেষ পর্যন্ত সত্যতা মেলে অভিযোগের। সম্ভাবনাময় এক আর্চার দেশের মুখে কালি লেপ্টে দিয়ে হয়ে যান পরবাসী। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]