প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম (ভিজিটর : ১৫১)
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।এ সময় কেরানিহাট ও কালিয়াইশ এ খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স বিষয়ে অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার কেরানিহাট ও কালিয়াইশে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতকানিয়ার কেরানিহাট ও কালিয়াইশে ৩টি রাইস মিল ও ২টি পাইকারি দোকানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এ সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন,উপজেলা ফুড কন্ট্রোলার জনাব সাহেদুল ইসলাম ইন্সপেক্টর,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন শাহজালাল অটো রাইস মিল,শাহ্ আকতারিয়া অটো রাইস মিল,আলী হোসেন এন্ড সন্স ইসলাম এন্ড সন্স,মামা ভাগিনা অটো রাইস মিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ার কেরানিহাট ও কালিয়াইশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময় ৩টি রাইস মিল ও ২টি পাইকারি দোকানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ধারায় ৫টি মামলায় ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।