ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার
মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:২৫ এএম  (ভিজিটর : ২০৪)
প্রবাসী সাংবাদিকেরা রাষ্ট্রের প্রয়োজনে পেশাদারিত্বের সবটুকু উজাড় করেই দিয়ে থাকেন, বেশিরভাগ প্রবাসী সাংবাদিক অফিস থেকে কোন সন্মানি না পেয়ে এক ধরনের নেশা ও দেশ প্রেম থেকে এ পেশায় জড়িরে রয়েছে। প্রবাসে ভাষাগত সমস্যার কারনে  মূলধারার সংবাদ সংগ্রহ করতে না পারা, কমিউনিটির বিভাজন, দল এবং ব্যক্তি তোষামোদি  সহ হাজারো প্রতিকুলতার মধ্যে প্রবাসে সাংবাদিকতা বড় চ্যালেন্জের বলে অভিমত ব্যক্ত করেছেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকরা।
ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক সেমিনারে এসব প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। 

বুধবার ( ১১ ডিসেম্বর)  সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে বাংলাদেশি অধ্যুষিত লাখর্নভ এলাকায় আইছা প্রো হলে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স - বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে " প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা এবং প্রবাসী সাংবাদিকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন  এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। 

সেমিনারে বক্তারা আরো বলেন, প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করতে হলে সাংবাদিকদের  পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরস্পরের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে একে অপরের প্রতি সহযোগিতা এবং আন্তরিকতা বাড়াতে হবে।  প্রবাসী সাংবাদিকদের ট্রেনিংয়ের মাধ্যমে সংবাদ তৈরি এবং পরিবেশনের স্কিল বাড়াতে হবে।  ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ফরাসী ভাষা শিক্ষার উপর জোর দিতে হবে।  যাতে করে ফরাসী মূল ধারার সাথে বাংলাদেশি সাংবাদিকদের লিংকআপ হয়।  এতে বাংলাদেশী প্রবাসীদের  বিভিন্ন সমস্যার কথা দেশের গণ মাধ্যম ছাড়াও ফরাসী গণমাধ্যমে তুলে ধরতে পারে। 

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি  সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন,  ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নজমুল হক, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি,  ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু,  ফটো সাংবাদিক ফরিদ আহমেদ রনি , ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য শাহ মিল্লাদুর আবেদ প্রমুখ। 





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]