বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের তিন শিক্ষার্থী। উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে কাউসার আলী, রাজনীতি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শাহারাজ উদ্দিন এবং হাসানুজ্জামান সহ-সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসময় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাওছার আলী বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গতানুগতিক ধারার ছাত্র রাজনীতির বাহিরে একটি লেজুড়বৃত্তি মুক্ত স্বাধীন ছাত্র সংগঠন। নিয়মিত ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়। অছাত্র কেউ চাইলেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যুক্ত হতে পারে নাহ। ছাত্র রাজনীতির ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে যোগ্য মনে করেছেন। একারণে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এখন সংগঠনের স্বার্থে আমাকে যেখানেই সুযোগ দেওয়া হবে আমি সেখানেই কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আগামীতে কলেজে ছাত্র সংসদ নির্বাচন সহ সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমি পাশে আছি এবং থাকবো। এখনো আমার মাস্টার্স চলমান কলেজে সেহেতু ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো যেন আমাদের সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পক্ষে থেকে সরাসরি কাজ করতে পারি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার্থীবান্ধব। তাই সকলকে বলবো আপনারা আপনাদের সকল যৌক্তিক দাবি গুলো দায়িত্বশীলদের মাধ্যমে আদায় করার চেষ্টা করবেন। হঠাৎ কোন কিছু করার আগে কলেজের সিনিয়র ভাইদের পরামর্শ নিবেন যেনো কোনভাবেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সুযোগ না পায়। পড়াশোনার বিকল্প নেই সাথে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিতে সাধারন শিক্ষার্থীদের যুক্ত থাকতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে আমাদের ছাত্রসমাজকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত ক্যাম্পাসে আসা এবং পড়াশোনা করার পাশাপাশি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে রাজনৈতিক ভাবে সচেতন হওয়া। এক্ষেত্রে আমি শুধু বলবো নাহ আমাদের ছাত্র অধিকার পরিষদ যুক্ত হতে শুধু তারা তাদের পছন্দের যে কোন ছাত্র সংগঠনে যুক্ত হয়ে ছাত্র রাজনীতির চর্চা করতে পারেন। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ব্যাতীত।
সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সমাজসেবা সম্পাদক পদে আমাকে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোহরাওয়ার্দী কলেজ আমার প্রাণের কলেজ। এই কলেজে অনেক কিছুর অভাব রয়েছে, সেগুলো পূরণের লক্ষ্যে ছাত্র সমাজকে কাজ করতে হবে, শিক্ষা সংস্কার করতে হবে, ইনশাআল্লাহ আমি সবসময় পাশে থাকব। ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে। ছাত্র রাজনীতিতে নতুনত্ব আনতে হবে, অন্যের অধীনস্ত থেকে বেরিয়ে আসতে হবে।
আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, তবে ঐক্যের শক্তি দিয়ে আমরা সকল বাধাকে জয় করতে পারি। চলুন, আমরা একসাথে শপথ নেই , একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার। আমাদের ভবিষ্যৎ আমরা গড়ে তুলবো, এবং একে প্রজন্মের পর প্রজন্মের জন্য উন্নতির শিখরে পৌঁছে দেবো।
উল্লেখ্য, গতাকাল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগ ভিত্তিক) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ- সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য করা হয়।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরবর্তীতে নামটা সংক্ষিপ্ত করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ভিপি নির্বাচিত হয় নুরুল হক নুর। বিগত বছর গুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার ছিল সংগঠনটি একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছাত্র সংগঠনটি।