প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম (ভিজিটর : ৩২৩)
দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাতে অংশ নিতে এসেছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। কিন্তু তাকে সংলাপে অংশ না নিয়েই ফেরত চলে যান।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি ফেরত যান।
এলডিপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপদেষ্টা আদিলুর রহমান খান এলিডিপি সভাপতিকে আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তাই দুপুরের দিকে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে গিয়েছিলেন। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল, তাতে নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি।
এছাড়াও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন বৈঠকে।
তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।