টঙ্গীতে কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক গ্রেফতার
গাজীপুর মহানগর সংবাদদাতাঃ
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:২০ পিএম (ভিজিটর : ১৫৩)
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গাজীপুরে একাধিক মামলার আসামি বাংলাদেশ মটর শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মো. ওমর ফারুককে (৬০) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরে একাধিক মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তাকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেফতার করে গাছা থানা পুলিশে সোপর্দ করা হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, গ্রেফতার মটর শ্রমিক লীগ নেতাকে বৈষম্য বিরোধী আন্দোলনের গাছা থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।