ঈশ্বরদীতে ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৩:১৫ পিএম (ভিজিটর : ৩৩৮)
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাহিদ প্রামানিক নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর ) দুপুরে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলস এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়া ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার সুমন প্রামানিকের ছেলে।
জানা যায়, দাশুড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটো ভ্যানেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ভ্যানচালক নাহিদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ওয়াদুদ। তিনি জানান, মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়া রয়েছে।