ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ফেনীতে অবৈধ গাড়ী জব্দ করায় ট্রাফিক পুলিশের উপর হামলা
ফেনী জেলা সংবাদদাতা :
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:১০ পিএম  (ভিজিটর : ২০৩)
ফেনীর ছাগলনাইয়ায় যানজট  নিরসনে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ গাড়ী জব্দ করার সময়  ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
 
 শনিবার সকালে ছাগলনাইয়া থানা রোডের মাথায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক যানজট নিরসনে শনিবার সকালে জেলা ট্রাফিক পুলিশ অবৈধ গাড়ী জব্দ করে কয়েক জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে এক ট্রাফিক সদস্যের ওপর হামলা করে ওই চালকেরা। 

জানাগেছে,  যানজট নিরসনে শনিবার সকাল ৮টা থেকে ছাগলনাইয়া প্রধান সড়কে বিশেষ অভিযান চালায় জেলার ট্রাফিক বিভাগ।  ছাগলনাইয়া থানা রোডের মাথায়  উক্ত অভিযান পরিচালনা করেন, টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম ও ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম।

 অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে  ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা করে ওই চালকেরা। 

টিএসআই শহীদুল ইসলাম বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে চালক রুবেলের নেতৃত্বে ৪/৫ চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার সকালে ফেনী শহরের ট্রাংক রোড়ের খেজুর চত্বরে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালক কর্তবরত এক ট্রাফিক পুলিশকে ছড় মারার ঘটনা ঘটেছে। 

ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদি হয়ে হামলাকারী রুবেলসহ অজ্ঞাত আরও চারজনের নামে অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]