ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




বিজিবি’র পৃথক অভিযানে কোকেন ও মহিষ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৩:২৭ পিএম  (ভিজিটর : ১৮৩)
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ২৪০ গ্রাম কোকেন এবং ১৪টি মহিষ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া ও ডিগ্রীরচর সীমান্ত এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে এই কোকেন ও মহিষ উদ্ধার করা হয়। শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয় , শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মালিক বিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ টাকা।
 
অপরদিকে একইদিন রাত সাড়ে ৭ টার দিকে একই ব্যাটালিয়নের চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায। এসময় মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।
 
এছাাড়াও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৭টায় চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

ভারতীয় মাদক ও মহিষ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উদয়নগর ও চরচিলমারী বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম কোকেন ও ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কোকেন ও মহিষের ঘটনায় দৌলতপুর থানায় পৃথক জিডি করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]