ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




শহীদ শাকিলের পরিবারের খোঁজখবর নিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম  (ভিজিটর : ১৫৮)
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদ মো. শাকিলের পরিবারের খোঁজ নিতে মিরপুর ১২ নম্বরে তাঁর বাসভবনে যান। তাঁরা শহীদ পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

শাকিল ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)-এর চারুকলার মেধাবী শিক্ষার্থী। ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর গ্রামের বাড়ি ভোলার ভেলুমিয়া বাজারে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। শাকিল পড়াশোনার পাশাপাশি চিত্রকর্ম ও পাঠশালা স্কুলে কাজ করে উপার্জন করতেন।

শাকিলের বাবা সিদ্দিক মৃধা ২০১৪ সালে মারা যান। মা বিবি আয়েশা এখন বয়সজনিত কারণে কাজ করতে পারেন না। ছোট ভাই মো. সুমন একটি পাঞ্জাবির কারখানায় কাজ করেন। নেতৃবৃন্দ শাকিলের ছোট ভাইয়ের পড়াশোনার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শহীদ শাকিলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর পরিবারের পাশে সবসময় থাকবে ছাত্রদল ও বিএনপি।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]