প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭:০০ পিএম (ভিজিটর : ১৭৪)
কক্সবাজারের চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় চালু করা হয়েছে নিত্যদিনের বাজার নামক এক ব্যতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই ব্যবসা প্রতিষ্ঠানের দুটো শাখা এবং ঢেমুশিয়া ইউনিয়নে দুইসহ মোট চারটি ব্যবসা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া হস্তশিল্প ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা শারমিন জন্নাত ফেন্সি, আই ও এম প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাসেল ও আনিসুল ইসলাম, ইউনাইটেড পারপাসের প্রতিনিধি অপুল ত্রিপুরা ও আহসান নেওয়াজ।
"নিত্যদিনের বাজার" এর মাধ্যমে একাধারে উদ্দোক্তারা তাদের উৎপাদিত শাক সবজি, তৈরী পোশাক, হস্তশিল্প, পোল্ট্রি, স্বাস্থ্য সুরক্ষা পণ্য এবং গৃহস্তালীর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় করে সাবলম্বী হওয়ার সুযোগ পাবে। আমরা আশাকরি উদ্যোক্তাদের সম্মিত প্রচেষ্টায় তাদের উৎপাদিত পণ্য নিত্যদিনের বাজারের মাধমে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ের বাজারে পণ্যের চাহিদার পুরণে কিছুটা হলেও অবদান রাখতে পারবে।