প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৫১ পিএম (ভিজিটর : ৯৫)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ আল মাহী (মঈত) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জিদান আহম্মেদ।
বিভাগের শিক্ষার্থীদের ভোটে ১৮৪ ভোট পেয়ে প্রতিপক্ষ রিযোয়ান খানকে ৯ ভোটে পরাজিত করে সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আল মাহী।
এদিকে ২০২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আদনান সামি। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফিয়া বিনতে হাবীব, ক্রীড়া সম্পাদক পদে ফাহিম মুনতাসির শিশির, ক্রীড়া সহ-সম্পাদক পদে মো. আল-আমিন, গবেষণা ও সেমিনার সম্পাদক পদে স্নাতকোত্তর শিক্ষার্থী মইনুর রহমান, গবেষণা ও সেমিনার সহ-সম্পাদক পদে সন্তু কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ছাত্রী বিষয়ক সম্পাদক পদে স্নাতকোত্তর শিক্ষার্থী মাহবুব আকতার মিমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সাকিব হোসেন এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান।
নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) মোহাম্মদ আল মাহী বলেন, বিভাগের শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আমি সেই প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। বিভাগে খেলাধুলা, গবেষণা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক মো. জিদান আহম্মেদ বলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন, তাই আমার উপর প্রত্যাশা বেশি। আমি বিভাগের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।