ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা, আহত শতাধিক
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৩১৬)
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে  মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সাথে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ত্রিমুখী সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

রোববার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয় বলে জানা গেছে। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিয়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারও শিক্ষার্থীরা ডেমরায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে অভিমুখে রওনা হয়। এরপর সেখানে পৌঁছালে চলে ত্রিমুখী সংঘর্ষ। 

 এ ঘটনায় মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ চলে। রণক্ষেত্রে পরিণত হয় ঐ এলাকা। সংঘর্ষের এক পর্যায়ে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা গেইট আটকে দিলে ভিতরে আটকা পরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শতাধিকের উপর শিক্ষার্থী। তাদের ভেতরে আটকে রেখে ব্যাপক মারধর করে করে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছে শতাধিক শিক্ষার্থীরা। 

আহত শিক্ষার্থীরা জানান, মাহবুবুর রহমান কলেজ স্থানীয় লোক ভাড়া করে এনে তাদের উপর হামলা করে। এতে তারা চাইনিজ কুড়াল, দা, রামদা, চা পাতিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের জখম করে এতে ঘটনা স্থলে গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল পরীক্ষা চলাকালীন ‘সুপার সানডে’ ঘোষণা করে সোহরাওয়ার্দী কলেজে, নজরুল কলেজ ও ন্যাশনাল মেডিকেলে অতর্কিত হামলা চালানো হয়। গতকালের হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামালসহ আলমারি ভেঙে নগদ অর্থও লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন। এতে প্রায় ৩০ কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কলেজ প্রশাসন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]