ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ক্যাম্পাসে জড়ো হয়েছে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম  (ভিজিটর : ১৩৯)
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবারকে 'মেগা মানডে' ঘোষণা করে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। 

নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড় হতে শুরু করেছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা চলাকালীন ‘সুপার সানডে’ ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা।

হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামালসহ আলমারি ভেঙে নগদ অর্থও লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন। এতে প্রায় ৩০কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কলেজ প্রশাসন।

সোহরাওয়ার্দী কলেজের এই ন্যক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের ডাক দেন। 

ক্যাম্পাস পরিদর্শনে দেখা যায়, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন কবি নজরুল সরকারি কলেজ হতে লক্ষ্মীবাজার সংলগ্ন সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী ক্যাম্পাস প্রাঙ্গনে জড়ো হয়েছে।

এদিকে আগামীকাল মঙ্গলবার ২৬ নভেম্বর সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]