প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম (ভিজিটর : ৯৭)
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত) ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের সরকারি-বেরসাকরি বিভিন্ন হাসপাতালে নতুন এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৭৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ১৪৩ জন রয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৫৮ জন, রংপুরে (সিটি করপোরেশনের বইরে) ১৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মধ্যে একজন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন এবং খুলনা বিভাগের বাসিন্দা ২ জন। সূত্র জানায়, গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ২৩০ জন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৮২ হাজার ৬১২ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে শুধুমাত্র সরকারি হিসেবেই ৮৬ হাজার ৭৯১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন, ফেব্রæয়ারিতে ৩৩৯ জন, মার্চে ৩১১ জন, এপ্রিলে ৫০৪ জন, মে মাসে ৬৪৪ জন, জুনে ৭৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন, আগষ্টে ৬ হাজার ৫২১ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, অক্টোবর মাসে ৩০ হাজার ৮৭৯ জন। অর্থাৎ চলতি বছরের শুরু থেকে ৯ মাসে যতো লোক আক্রান্ত হয়েছে শুধুমাত্র অক্টোবরে তার দ্বিগুণ বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া চলতি নভেম্বর মাসের গত ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯৭৪ জন।
সূত্র আরো জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জানুয়ারি মাসে মৃতের সংখ্যা ছিল ১৪ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে ৫ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইতে ১২ জন, আগস্টে ২৭ জন, সেপ্টেম্বরে ৮০ জন, অক্টোবরে ১৩৪ জন। মৃতের দিক দিয়েও চলতি বছরের শুরু থেকে গত ৯ মাসের প্রায় দেড়গুন বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এছাড়া চলতি নভেম্বরের ২৪ দিনে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে।