প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:১১ পিএম (ভিজিটর : ১০৭)
প্রায় ২ কোটি জনসংখ্যার মেগা সিটি ঢাকা শহরে হঠাৎ করে ব্যাপক যানজট দেখা দিয়েছে। যানজট আগেও ছিল, তবে এখনকার জট একটু অন্য ধরনের। বিগত সরকারের সময় ঢাকার শহরতলীতে অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা অবাধে তাদের রিকশা চলাচলের দাবিতে আন্দোলন করলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন কিছু শর্ত সাপেক্ষে। কিন্তু সেই শর্ত আর প্রকাশ করা হয়নি। এখন ঢাকা মহানগরে একই সাথে অযান্ত্রিক প্যাডল রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা অসম প্রতিযোগিতায় নেমেছে। তাতে সড়কে একটার সাথে আর একটা লেগে যেয়ে জট পাকিয়ে যাচ্ছে। অন্যদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো বিভিন্ন সময়ে রিকশা মুক্ত করা হয়েছিল। বিগত জুলাই আগস্টে বিপ্লবের সময় ওই সব সড়কে যান্ত্রিক অযান্ত্রিক দুই ধরনের রিকশাই সেই যে চলাচল শুরু করেছিল তা আর আটকানো যায়নি। যার অনিবার্য ফলাফল হিসেবে রাজধানী জুড়ে যানজট ভয়ঙ্কর রূপ নিয়েছে। অফিসগামীরা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানগামীরা সময়মত গন্তব্য পৌঁছাতে পারছেন না। এ অবস্থা অন্তকাল ধরে চলতে পারে না। আমরা ডিএমপি’র ট্রাফিক বিভাগকে অনুরোধ করছি এ ব্যাপারে তৎপর হোন এবং সরকারকে অনুরোধ করছি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দিকে দৃষ্টি দিন। একটা দেশের রাজধানী শহর এভাবে অচল হয়ে থাকতে পারে না। বাংলাদেশে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়েই চলছে। সবচে বেশি বাড়ছে রাজধানী ঢাকা শহরে। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত সুযোগ সুবিধা সব কিছুই রাজধানীকেন্দ্রীক। এ ধরনের মেগাসিটিতে উপযোগী গণপরিবহন ব্যবস্থা প্রয়োজন। এখানে দরকার ছিল বড় বড় দ্বিতল বাস এবং তা হাজার হাজার। কিন্তু তা না করে আমরা কয়েক লাখ ছোট গাড়ি আর রিকশার প্রসার ঘটিয়েছি। যান্ত্রিক বড় বড় গাড়ির সাথে অযান্ত্রিক রিকশা বা ধীর গতির যান্ত্রিক রিকশা এক রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে।
ঢাকার যানজট আজকের কোনো হঠাৎ সমস্যা নয়। আশির দশক থেকে এর সূচনা। তবে তখন কলকাতা ও ব্যাংককের তুলনায় ঢাকা গতিশীল ছিল। কিন্তু বাস্তবভিত্তিক ব্যবস্থা নিয়ে কলকাতা ও ব্যাংকক এখন ঢাকার থেকে গতিশীল। নব্বই দশকে ওয়ার্ল্ড ব্যাংক ঢাকার যানজট নিয়ে একটা স্টাডি করে সুপারিশ করেছিল ঢাকার প্রধান প্রধান সড়কগুলো থেকে রিকশা উঠিয়ে দেয়ার। তবে পাড়া মহল্লায় রিকশা চলবে। রিকশা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। মধ্যবিত্তের বাহন আমরাও চাই চালু থাকুক। কিন্তু সব রাস্তায় নয়। প্যাডল রিকশা অমানবিক, এই এববিংশ শতকে একজন মানুষ আর একজন মানুষকে টেনে নিয়ে যাবে এটা ঠিক নয়। রাজশাহী শহরের মত সব রিকশা ব্যাটারিচালিত করা হোক এবং চলাচল সীমাবদ্ধ করা হোক।