ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোর ভাবে দমন করা হবে : তানভীর আহমেদ রবিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:৫৯ এএম আপডেট: ১৯.১১.২০২৪ ৫:১৬ পিএম  (ভিজিটর : ১৪১)
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, শ্যামপুর - কদমতলী সহ ঢাকা শহরের কোথাও সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের ঠাই হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার জন্য বিএনপির নেতাকর্মীসহ সহ স্থানীয় এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।  কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে চায়,তাদের বিরুদ্ধেও আইনগত ও দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই প্রভাবশালী নেতা। 
সোমবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা -৪ আসনের  শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডের করিমুল্লার বাগ এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন। 
এ সময় রবিন আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা স্থানীয় লৌহ ব্যাবসায়ী সহ সাধারণ মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছিল। তাদেরকে চাঁদা না দিলে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের উপর অত্যাচার নেমে আসতো। কিন্তু আজ আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো সন্ত্রাসীকে এক পয়সাও চাঁদা দিবেন না। কেউ যদি চাঁদা দাবি করে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও আমাদেরকে জানাবেন, আমরা এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। 
তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্য মৈত্রী ও প্রগতির বাংলাদেশ গড়তে চাই। আমরা প্রতিহিংসার বাংলাদেশ চাইনা। তবে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। 
এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান জানান। 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আরশ আলী।
মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র  সাবেক সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ, শ্যামপুর থানা বিএনপির সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, হাজী জাকির হোসেন, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহবুব মাওলা হিমেল, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল আহমেদ পিন্টু, ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আজিজ, মোঃ গোফরান, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৫১ নং ওয়ার্ড বিএনপি নেতা কবির, সাইফুল, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহালম মোল্লা, শ্যামপুর থানা যুবদলের আহবায়ক মোঃ জামাল, সদস্য সচিব মোঃ হাফিজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রবিন, শ্যামপুর থানা কৃষকদলের সভাপতি ওবাইদুর, শ্যামপুর থানা মহিলা দলের সভানেত্রী নাসিমা তালুকদার, শ্যামপুর থানা শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক শহীদ সহ শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]