ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ॥ নতুন ভর্তি ১৩৮৯
স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১:১৪ এএম  (ভিজিটর : ৮৬)
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত) ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের সরকারি-বেরসাকরি বিভিন্ন হাসপাতালে নতুন এক হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১২ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ১৫৯ জন রয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৯৬ জন, রংপুরে (সিটি করপোরেশনের বইরে) ১৯ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বইরে) ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সবশেষ ২৪ ঘন্টায় মৃত ৮ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রামে (সিটি করপোরেশনের বইরে) ১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন। 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে শুধুমাত্র সরকারি হিসেবেই ৭৯ হাজার ৯৮৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এর মধ্যে জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন, ফেব্রুয়ারিতে ৩৩৯ জন, মার্চে ৩১১ জন, এপ্রিলে ৫০৪ জন, মে মাসে ৬৪৪ জন, জুনে ৭৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন, আগষ্টে ৬ হাজার ৫২১ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, অক্টোবর মাসে ৩০ হাজার ৮৭৯ জন। অর্থাৎ চলতি বছরের শুরু থেকে ৯ মাসে যতো লোক আক্রান্ত হয়েছে শুধুমাত্র অক্টোবরে তার দ্বিগুণ বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া চলতি নভেম্বর মাসের গত ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৫৭ জন। 

সূত্র আরো জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জানুয়ারি মাসে মৃতের সংখ্যা ছিল ১৪  জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে ৫ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইতে ১২ জন, আগস্টে ২৭ জন, সেপ্টেম্বরে ৮০ জন, অক্টোবরে ১৩৪ জন। মৃতের দিক দিয়েও চলতি বছরের শুরু থেকে গত ৯ মাসের প্রায় দেড়গুন বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এছাড়া চলতি নভেম্বরের ১৭ দিনে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]