ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




যাত্রাবাড়ীতে সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিশাল সন্ত্রাস বিরোধী মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম  (ভিজিটর : ৯৫৩)
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজির বিরুদ্ধে বিশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী। বিএনপির কেন্দ্রীয় বানিজ্য বিষয়ক সম্পাদক নেতা, ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক এমপি আলহাজ্জ সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে শনিবার বিকালে এই মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন। 

মিছিলটি যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে দোলাইরপাড় - শনিরআখড়া হয়ে আবারো  যাত্রাবাড়ী  আইডিয়াল স্কুলের সামনে এসে শেষ হয়। দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত বিশাল  সস্ত্রাস বিরোধী মিছিলে পুরোটা সময় একটি ছাদখোলা গাড়িতে করে নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ।  মিছিল চলাকালে রাস্তায় দুপাশে দাড়িয়ে  শত শত সাধারণ মানুষ সালাহউদ্দিন আহমেদ হাত নেড়ে শুভেচ্ছা জানান।  সালাহউদ্দিন আহমেদও  হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি  সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজনীতি করছে। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাহলে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। 

নিজ নির্বাচনী এলাকা-ঢাকা-৫ আসনে কোনো ধরণের সহিংসতা, সন্ত্রাসী কর্মকান্ড, জুলুমবাজি, চাদাঁবাজি ও মাদক ব্যাবসার ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপির এই প্রবীন নেতা। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]