প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১:৩২ পিএম (ভিজিটর : ৩৫১)
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালেই আছেন তৌহিদ আফ্রিদি। তবে বিয়ের খবর সামনে আসায় ফের আলোচনায় এলেন তৌহিদ আফ্রিদি।
সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।
অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।
তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় নি। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি।
জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেই আত্মগোপনে আছেন আফ্রিদি।