১১ জঙ্গির মৃত্যুতে মণিপুরে বন্ধের ডাক কুকিদের, কারফিউ জারি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম (ভিজিটর : ১৫৬)
সিআরপিএফ ক্যাম্পে হামলার পাল্টা অভিযানে সোমবার ( ১১ নভেম্বর ) মণিপুরে মৃত্যু হয়েছে ১১ কুকি জঙ্গির। এই ঘটনায় মঙ্গলবার (১২ নভেম্বর) বন্ধের ডাক দিল কুকি গোষ্ঠী। ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মণিপুরের পাহাড়ি এলাকায় বন্ধের ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, জিরিবাম জেলাসহ আশেপাশের বেশকিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। কোনও রকম অশান্তি এড়াতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে এলাকায়।