প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম (ভিজিটর : ১২৯)
নাটোরের বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
আটকরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী গর্ভবতী পারভিন খাতুন (৩৭), মৃত আলমগীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম (৪০), রমজান আলীর স্ত্রী মালা খাতুন (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা খাতুন (৫০)।
স্থানীয়রা জানান, ছিনতাইকারী নারীরা বনপাড়া বাজারের মহিষভাঙ্গা সড়কে এক পথচারী মহিলার গলা থেকে ১২ আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে ওই মহিলার চিৎকারে বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্যসহ স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে তাদের আটক করে বনপাড়া পৌরসভায় নিয়ে আটকে রাখে। পরে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌর শহর থেকে একজন গর্ভবতীসহ ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।