ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
গাজীপুর জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:২২ পিএম  (ভিজিটর : ২১০)
গাজীপুরের কোনাবাড়িতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-দশতলা নামক আঞ্চলিক সড়ক অবরোধ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টসের শ্রমিকেরা আঞ্চলিক এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
খবর পেয়ে গাজীপুর শিল্প ও কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। 

পুলিশ জানায়, গেল অক্টোবর মাসের বেতন নভেম্বর মাসের ১০ তারিখে পরিশোধ করা কথা ছিলো।

কর্তৃপক্ষ ১০ তারিখে বেতন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা ফুসে উঠে। গেল রোববার
দুপুরে পর তাঁরা কাজ বন্ধ করে দেয়। আজ সোমবার ৮টায় এসে কাজে যোগ না দিয়ে তাঁরা পল্লী বিদ্যুৎ সড়ক অবরোধ করে রাখে।

তবে কর্তৃপক্ষ বলছেন, ১৪ নভেম্বর এর আগে বেতন দেওয়া সম্ভব হবেনা। কিন্তু শ্রমিকরা কেউ এ কথা শুনছেন না। 

বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, প্রতিমাসের দশ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতনের সময় হলে নানা ধরণের তালবাহানা শুরু করে। শ্রমিকরা জানায়, বেতন না দিলে আমরা ( শ্রমিকরা) কাজে যোগ দিবে না। 

বিষয়টি নিয়ে জানতে স্বাধীন গার্মেন্টস এর প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে একই এলাকার বাইমাইল কাশেম ল্যাম্পস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ দশ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছে। সব মিলে দেশের পোশাক শিল্পে বড় ধরণের বিপদ দেখা যাচ্ছে। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]