প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৩:৩১ পিএম (ভিজিটর : ২৫৮)
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচজন।
আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে সূত্রে জানা গেছে।
বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন। তবে নতুন উপদেষ্টাদের নাম এখনও জানা যায়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি।