অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৩৬ পিএম (ভিজিটর : ৫৯৭)
সালমানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর ) ভারতের ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে মুম্বই পুলিশ।
জানা গেছে, ফয়জান নামের এক ব্যক্তিই এই ভুয়ো ফোনের নেপথ্যে রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লক্ষ টাকার দাবি করে। এই ব্যক্তি কোনও গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এই নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।