ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




সিলেটে আসন ভাগাতে মরিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা
সিলেট থেকে আব্দুল হান্নান
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম আপডেট: ০৫.১১.২০২৪ ৩:৫২ পিএম  (ভিজিটর : ২৭১)
জাতীয় সংসদ নির্বাচনের এখনও কোনো ঘোষণা না এলেও বসে নেই সিলেটের বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনী আসনে মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। বিশেষ করে বিএনপি নেতাদের মধ্যে এ নিয়ে চলছে তুমুল হৈ চৈ। নির্দিষ্ট করে কোনো আসনেই কে বা কারা প্রার্র্থী হচ্ছেন তা স্পষ্ট করে বলতে পারছেননা কেউই। তবু মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন সিলেটের বিএনপি নেতারা।  

সিলেট জেলার সংসদীয় আসন গুলোর মধ্যে ৬টিতে বিগত সংসদ  নির্বাচনে কেউ এ দল থেকে অংশ নেননি। ২০১৪ সালের নির্বাচনে এককভাবে এবং ২০১৮ সালের নির্বাচনে জোটগতভাবে বিএনপি প্রার্থীরা নির্বাচন করেন। তবে সিলেটের ৬টি আসনের কোনটিতেই ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপির কেউ। এ নির্বাচনও বয়কট করে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে সিলেট ১ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্র্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির. সিলেট ২ ( বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনে গণফোরামের মোকাব্বির খান, সিলেট ৩ ( দক্ষিণ সুরমা -ফেঞ্চুগঞ্জ) আসনে শফি আহমদ চৌধুরী, সিলেট-৪ আসনে দিলদার হোসেন সেলিম, সিলেট ৫ আসনে জমিয়তের মাওলানা ওবায়ুদল্লাহ ফারুক, সিলেট ৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধূরী প্রতিদ্বন্ধিতা করেন। সে নির্বাচন জোটগতভাবে হওয়ায় সিলেটের এ ৬টি আসনে বিএনপি শরীকদের জন্য দুটি আসন ছেড়ে দেয়। এর একটি সিলেট-২ এবং অপরটি সিলেট-৫ আসন। ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। সেটি তারা বয়কট করেছিলো। এর আগে ২০০৮ সালের নির্বাচনে সিলেটের সবকটি আসনেই প্রার্থী দেয় বিএনপি।

বিশেষ করে সিলেট জেলার ৬ টি আসনের মধ্যে সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সিলেট ২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এম ইলিয়াস আলী, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক এমপি শফি আহমদ চৌধূরী, সিলেট ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন বিএনপির নেতা দিলদার হোসেন সেলিম এবং সিলেট ৫ এবং ৬ আসন বিএনপি তাদের শরীক জামায়াত প্রার্থীদের জন্য ছেড়ে দেয়।

ফলে এবারের নির্বাচন অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই করলে বলে জানা যাচ্ছে। আর যদি এমনটি ঘটে তাহলে সিলেটের ৬টি আসনেই নিজস্ব প্রার্থী থাকবে বিএনপির। ফলে অতীতের প্রার্থীদের কোন হিসেবেই কাজে আসছেনা এবারের নির্বাচনে। ফলে আগামীতে প্রার্থী বাছাইয়ে অনেকটা সতর্ক থাকবে বিএনপি এমনটি জানা গেছে দলীয় সূত্রে।

এ পর্যন্ত যারা সিলেটের ৬টি আসনে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে আব্দুল কাইয়ুম চৌধূরী, ব্যারিস্টার আব্দুস সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক,  সিলেট ৪ আসনে কোনো প্রার্থী প্রচারণা না চালালেও সাবেক মেয়র আরিফুল হক চৌধূরী এ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে পারেন এমনটি গুঞ্জন রয়েছে। তিনি ঐ নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন। সিলেট ৫ আসনে প্রয়াত হারিস চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক উপজেলা চেযারম্যান আশিক চৌধূরী প্রচারণা চালাচ্ছেন। সিলেট ৬ আসনে ২০১৮ সালের নির্বাচনে ফয়সল আহমদ চৌধূরী বিএনপি সমর্থিত প্রতিদ্ধন্ধিতা করলেও  এবার সেখানে আবুল কাহির চৌধুরী, এমরান আহমদ চৌধূরী ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে এদের বাইরেও কাউকে প্রার্থী মনোনয়ন দেয়া হতে পারে। আর এমনটি ঘটলে সেখানে অবাক হওয়ার কিছু থাকবেনা।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী ভোরের ডাক’কে গতকাল বলেন, সিলেটের সবকটি আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তারা স্ব এলাকায় কাজ করছেন। এর মাধ্যমে আমাদের দল তৃণমূলে আরো শক্তিশালী হচ্ছে। আর মনোনয়নের বিষয়টি দলীয় হাই কমান্ডের নির্দেশে হবে। সেখানে আমাদের সকলের চেষ্টা থাকবে গ্রহণযোগ্য প্রার্তীকে মনোনয়ন দেয়া। যাতে বিজয় নিশ্চিত হয। আমি আশাবাদী আগামী নির্বাচনে সিলেটের ৬টি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে।  

সিলেটের ৬টি আসনের প্রার্থীদের তৎপরতা নিয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধূরীর সঙ্গে। তিনি বলেন, মনোনয়ন বড় কথা নয়। এখন দলকে গোছাতে সবখানে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দ। এক বা একাধিক নেতা কাজ করতে পারেন। সেটি দলের জন্য। আর দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই থাকবে নেতাকর্মীরা।  








আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]