ফটিকছড়িতে সরকারি জমি দখলদারকে এক মাসের কারাদণ্ড
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম (ভিজিটর : ৬৪)
ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে সরকারী জমি অবৈধ ভাবে দখল কর দোকান নির্মাণ করার অপরাধে মো. এমরান নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমান আদালতে তার অপরাধ স্বীকার করার ভূমি অপরাধ প্রতিরোধ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে কারাপরোয়ানামুলে ধৃত ব্যক্তিকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।
এ সময় আদালতকে সার্বিক সহযোগিতা করেন জাফরনগর পুলিশ ফাঁড়ির একটি টিম, ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। অভিযান শেষে উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।