প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:০৩ পিএম (ভিজিটর : ৮৭)
ভারতের ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬। আহত আরও অন্তত ৫ জন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ নভেম্বর ) ভোরে সুন্দরগড় জেলার গাইকানাপালি এলাকায়।
জানা যায়, ওড়িশায় একটি ভ্যানে চেপে অনুষ্ঠান করে ফিরছিল কীর্তনীয়ার দল। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোরে হেমগিরি থানা এলাকায় ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে ভ্যান গাড়িটি। ওই ভ্যানগাড়িতেই ফিরছিল কীর্তনীয়ার দল। ঘটনাস্থলেই মারা যান ৬ জন। ৫ জন হাসপাতালে ভর্তি।
পুলিশের প্রাথমিক অনুমান, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমছিল। সেই কারণে হয়তো ভ্যানগাড়ি চালক ট্রাকটিকে দেখতে পাননি। পুলিশ আরও জানান, চকপ্লাই গ্রামে দিওয়ালি উপলক্ষে অনুষ্ঠান করতে গিয়েছিল কীর্তনীয়ার দলটি। ওই দলের সদস্যরা সুন্দরগড় জেলার কান্দাগোদা এবং সমরপিন্ডা গ্রামের বাসিন্দা।
এদিকে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শনিবার (২ নভেম্বর ) পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।