ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




গাংনীর শুকুরকান্দিতে সড়কে গাছ ফেলে ডাকাতি
গাংনী (মেহেরপুর) সংবাদদাতাঃ
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৬৮)
গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে আবারো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মেহেরপুর -কুষ্টিয়া সড়কের। আজ শনিবার ভোর রাতে ডাকাতরা সড়কের উপরে গাছ ফেলে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সশস্ত্র ডাকাতরা দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে। এসময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় কয়েক জন। সড়কে টহল না থাকা ও গাংনী থানা পুলিশের নিরব ভূমিকায় ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটছে বলে মতামত ব্যক্ত করেছেন অনেকেই। 

ডাকাতের কবলে পড়া  বেশ কয়েকজন জানান, রাত তিনটার দিকে সড়কের গাছ ফেলে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। 

একই সময় সড়কের চলাচলকারী বেশ কয়েকটি  ট্রাক ডাকাতি করে তারা। এ সময় একটি ট্রাক পালাতে চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে গভীর খাদে পড়ে য়ায। এতে আহত হন ট্রাকের চালক ছাতিয়ান গ্রামের সুমন ও তার সহকারি। 

পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা জানান, সড়কে গাংনী থানা পুলিশের টহল না থাকা ছাড়া ও পুলিশের নীরবতায় সন্ত্রাস চাঁদাবাজ ও ডাকাতরা মাথা চাড়া দিয়ে উঠেছে। গত মাস আগে শুকুরকান্দির অদূরে আকুবপুর নামক স্থানে বাস ডাকাতির ঘটনা ঘটে। এরপরেও পুলিশ টহল জোরদার করেনি। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]