প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:২৫ পিএম (ভিজিটর : ২৪৪)
নেছারাবাদে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার মাগুরা বাজার (বাসষ্ট্যান্ড) এলাকায় চলাচলরত যানবাহন থেকে চাঁদা তোলার সময় টহলরত সেনা সদস্যরা তাদের হাতে নাতে আটক করে।
আটককৃতরা হল; উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন ও জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহীম। এ সময় তাদের নিকট থেকে নগদ ৮ হাজার ৪৫০ টাকা ও স্বরূপকাঠি পৌরসভা প্রবেশ ফি নামীয় চাাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। পরে সেনা সদস্যরা জব্দকৃত টাকাসহ আটককৃতদের নেছারাবাদ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ওইদিন রাতে স্বরূপকাঠি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
এব্যপারে ইজারাদার মোঃ মাসুম জানান, ১৪৩১ বাংলা সনের বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত স্বরূপকাঠী পৌরসভা থেকে ডাক নিয়ে রশিদেও মাধ্যমে টোল আদায় করি। গত ৩ আগষ্ট থেকে টোল আদায় বন্ধ করে দেই। স্থানীয় কয়েকেজন যুবক মিলে আমার কাছ থেকে লিখিত নিয়ে টোল আদায় শুরু করে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, নেছারাবাদের ক্যাম্পের সেনা সদস্যরা চারজনকে থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।