ফটিকছড়িতে সুপারির কূপে নেমে দুই ভাইয়ের করুণ মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৫৬ পিএম (ভিজিটর : ১৪৮)
ফটিকছড়িতে সুপারির কূপে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন। ১লা নভেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে উপজেলার পাইন্দং ইউপির ৬ নং ওয়ার্ডের পশ্চিম হাইদছকিয়া গ্রামে হাজ্বী গুন্নু মিয়া সওদাগর বাড়ী এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত এলাকাবাসীরা এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় মো.শহিদুল্লাহ, শফি, মোঃ ফারুক, মো শফিউল আলম, তৌহিদুল আলমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই শফি ও শহীদুল্লাহ মৃত্যু হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসেরর স্টেশন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। মিথেন গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।