ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




একযুগ পরে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে নিখোঁজ প্রবাসী
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১২:২৬ পিএম  (ভিজিটর : ৩৮৭)
একযুগ পরে দেশে ফিরে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মো: আনিফুল (৪২) নামে এক মালদ্বীপ প্রবাসী। 

এব্যাপারে ওই নিখোঁজ প্রবাসীর স্ত্রী উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মোছা: মর্জিনা বেগম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মর্জিনা বেগম জানান, বারো বছর আগে তাঁর স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যায়। সেখানে গিয়ে কিছুদিন পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না।

তবে পরিবারের সাথে যোগাযোগ ছিল এবং ভরনপোষণের খরচ পাঠাতেন। গত ১১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার প্রবাসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ওইদিন সে দেশে ফিরে গেছে। তারা আমাদের কাছে বিমানের টিকেট এর ছবি পাঠিয়েছে। আমরা এই টিকেট নিয়ে ঢাকায় বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি ১১ সেপ্টেম্বর দেশে এসেছেন। দীর্ঘদিন পরে পরিবারের লোকজনকে না জানিয়ে দেশে ফিরে বাড়িতে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা অজানা আতংকে দিন কাটাচ্ছি। 

দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই মো: সোহেল রানা জানান, এব্যাপারে তদন্ত চলমান আছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]