উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) থেকে
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১২:১৩ পিএম (ভিজিটর : ৯৮)
এবার ভারতের উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার (৩০ অক্টোবর ) রাতে বাড়িতে এক সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন ওই সাংবাদিকের বন্ধু বিজেপি সংখ্যালঘু সেলের নেতা। তিনি ও আহত হয়েছেন। মৃত সাংবাদিকের নাম দিলীপ সাইনি (৩৮)। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা। এদিন রাতে তিনি ও তাঁর বন্ধু বিজেপি নেতার বাড়িতে ডিনার করছিলেন। আচমকাই সাইনির একটি ফোন আসে। এরপর তিনি দরজা খুলতেই তাঁর উপর হামলা হয়। অভিযোগ, দুস্কৃতীরা বাড়িতে চড়াও হয় এবং কুপিয়ে খুন করে। গুলি চালানোর অভিযোগ ও রয়েছে। ঘটনার সময় সাংবাদিকের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু বিজেপি নেতা শাহিদ খান। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। ঘটনার পরে ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান সাংবাদিক সাইনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আততায়ীরা আগে থেকেই চিনতেন সাংবাদিককে। কোনও ঝামেলা বা শক্রতার কারণেই খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ।