ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




চট্টগ্রামে সনাতনীদের বিক্ষোভ
ইসকনের চিন্ময় ব্রহ্মচারী, হিন্দু মঞ্চের অজয়সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ১২৮)
ইসকনের চিন্ময় ব্রহ্মচারী, হিন্দু মঞ্চের অজয়সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়ের মোড়ের গোল চত্তরে শত শত সনাতনী সম্প্রদায়ের লোকজন মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ, সেনাবাহীনির বিপুল সংখ্যাক সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার রাতে মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ), ১২৪(ক), ১৫৩(ক), ১০৯ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলার আসামিদের মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।

মামলার আসামিরা হলেন, ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরের প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে।

মামলায় অভিযোগে বলা হয়েছে, ৫ অগাস্ট গণঅভুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে সনাতনীদের সমাবেশের দিন ওই পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল।

এজাহারে আরো বলা হয়, জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদোহ কাজে লিপ্ত আছে।

এদিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগানোর অভিযোগে দুজনকে গ্রেফতার এবং হিন্দুনেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সাড়ে সাড়ে ৩টা পর্যন্ত সমাবেশ ঘিরে মূল সড়ক-অলিগলিতে জড়ো হন সবাই। বেলা ৩টা ৪০ মিনিটের কিছু সময় পর বিক্ষোভ শুরু করে সংগঠনটি। এদিকে সমাবেশ ঘিরে চেরাগী পাহাড় মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ ঘিরে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে তাদের অবস্থান।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]