ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
পুলিশের বিশেষ অভিযান ৮ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৪
গাজীপুর (মহানগর) সংবাদদাতা:
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:১৯ পিএম  (ভিজিটর : ৩৭৩)
গাজীপুর মহানগরীর টঙ্গীর মাছিমপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে  মো. জাফর উল্লাহ (৪২) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ৮ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। নিহত ব্যাক্তি ছিনতাই ও মাদকের ৯টি মামলার আসামি। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার কুরুচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় একদল ছিনতাইকারী জনৈক জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে  গুরুতর জখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পর জনতা শাহীন ও রাকিব নামে দুই জনকে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। 

নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করতো। টঙ্গীতে এক আত্নীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যায় সে।

পুলিশ বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজীবসহ দুই জন মো. জাফর উল্লাহ হত্যা মামলায় শনাক্ত আসামি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে ৮ ছিনতাইকারীসহ ১৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিহত জাফর উল্লাহ ছিনতাই-মাদকসহ ৯ মামলার আসামি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]