ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১
ই-পেপার রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Select Year: 
শিরোনাম:




নন্দীগ্রামে হামলা ও নাশকতা মামলায় আ'লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৬৩)
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজনুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে নাশকতা ও ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে তিনজনকে আদালতে হাজির করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে মজনুর রহমান মজনুকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এবং ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন মন্ডলের ছেলে। 

নন্দীগ্রাম পৌর সদরের পুরাতন বাজার এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান (৬৪) উপজেলার দমদমা উত্তরপাড়ার মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। 

এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম পায়েলকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক। 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও চাকলমা এলাকায় হামলা-মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]