ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৩ মার্চ ২০২৫ ৯ চৈত্র ১৪৩১
ই-পেপার রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষা-গবেষণার উন্নয়ন সম্ভব
জাবি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৫৬ পিএম  (ভিজিটর : ২৯৩)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে  বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক নীতি আলোচনায় শিক্ষার্থীদের মতামত গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া থাকলে শিক্ষা ও গবেষণার মানের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন  বক্তারা । বক্তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থী যদি একটি মিথস্ক্রিয়ামূলক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারে তবে শিক্ষা ও গবেষণার সার্বিক মানের উন্নতি হবে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ইউএসএআইডি'র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে 'আমিও জিততে চাই' ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা' শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে  ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম আতিকুর রহমান বলেন," বিশ্ববিদ্যালয়গুলো আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষক রাজনীতির অপব্যবহার ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও গবেষণার মূল্যায়ন না থাকার ফলে ব্যহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ। সেইসঙ্গে, বিশ্ববিদ্যালয়গুলো ভালো মানুষ এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারছে না"।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার বলেন, শিক্ষা ও গবেষণায় বরাদ্দের দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দ বেশি থাকে অবকাঠামোগত উন্নয়নের জন্য, যেখানে টেন্ডারবাজির সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে "।

বাংলাদেশের শিক্ষার্থীরা গবেষণার মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না বলে তারা গবেষণায় অবদান রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মুশফিক উস সালেহীন।

এছাড়া, প্যানেল আলোচনার পাশাপাশি  জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে শো-ডিবেট এবং ভিডিও বার্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা সমাধানে দাবি তুলে ধরেন। এছাড়াও শিক্ষার্থী সংশ্লিষ্ট ইস্যু নিয়ে পরিবেশন করা হয় একটি ইন্টারেক্টিভ থিয়েটার এবং এর ভিত্তিতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হন ১০ জন শিক্ষার্থী।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রামস) আমিনুল এহসান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন জেইউডিও সভাপতি তাপসী প্রাপ্তি।

উল্লৈখ্য, ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল 'আমিও জিততে চাই' ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাটা প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পরিচালনা করে আসছে।  পাশাপাশি  ক্যাম্পেইনটির আওতায় amiojiltechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]