ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ১৮ জুন ২০২৫ ৪ আষাঢ় ১৪৩২
ই-পেপার বুধবার ● ১৮ জুন ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




উত্তর দিনাজপুরে দেনার দায়ে মেয়েকে খুন বাবার, গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২:৫৪ পিএম  (ভিজিটর : ৮৭)
দেনার দায়ে ৫ বছরের মেয়েকে খুন বাবার। তারপর আত্মঘাতীর চেষ্টা করেন বাবা। বরাত জোড়ে প্রাণে বাঁচেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ওই খুদে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর ) অচৈতন্য অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি নাবালিকার বাড়ি এবং আশপাশ এলাকায় খোঁজ খবর শুরু করেন। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপরই গ্রেফতার করা হয় মৃত খুদের বাবাকে। 

রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, " নিজের মেয়েকে খুন করার ঘটনা বাবা স্বীকার করেছেন। ধৃত ও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তে ঘরে বড় ছেলে দেখে ফেলায় তিনি প্রাণে রক্ষা পান। খুনের আগে মেয়ে বাবার অফিস ঘরে ঢুকেছিল। সিসিটিভি ক‍্যামেরায় ফুটেজ ও দড়ি সংগ্রহ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর ) ধৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান, কয়েকবছর ধরে ব‍্যবসায় লোকসানের কারণে বাজারে লক্ষ লক্ষ টাকা ধার দেনা হয়ে গিয়েছে। ফলে চরম মানসিক অস্থিরতায় অবসাদে ভুগছিলেন ধৃত। হতাশা থেকে মুক্তির খোঁজে নানা নেশায় আসক্ত হয়ে পড়ে ছিলেন তিনি। তবে এই ঘটনার নেপথ্যে অন‍্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]