রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১২ জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:৩৮ পিএম (ভিজিটর : ২৩৮)
ভারতের রাজস্থানের ধনতেরসে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১২ জন যাত্রী। আহত হয়েছেন আরও ৪০ জন।
আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সুপার ভুবন ভূষণ যাদব জানিয়েছেন, বেসরকারি বাসটি সালাসায় থেকে লক্ষণগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় লক্ষনগড়ের একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কামারে যাত্রীবাহী বাসটি। তারপরেই উল্টে যায় সেটি। কালভার্টে ধাক্কার পরেই দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লক্ষণগড় থানার পুলিশ। বাসের দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। লক্ষণগড়ের সরকারি হাসপাতালে যাত্রীদের নিয়ে গেলে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
আহত ৪০ জন যাত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হলেও ৭ জনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জয়পুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কিভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।