প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:০৯ পিএম (ভিজিটর : ২৮৪)
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৬ জন নেতা-কর্মীর উপর সাজানো মিথ্যা মামলার রায় ঘোষণা করেছে সিলেট দায়রা জজ আদালত।
২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আদালত এ রায় ঘোষণা করেছে। ২০১৮ সালে দায়ের করা সাজানো মামলায় স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ যুবদল, সেচ্ছাসেসেবক দল ও ছাত্রদলের ৩৬ নেতা-কর্মীদের উপর এ মামলা দায়ের করা হয়েছেিল। উক্ত মামলায় বিজ্ঞন আদালত নেতৃবৃন্দকে নির্দোষ প্রমাণ করে রায় ঘোষণা করেছে।
আদালতের রায়ে বলা হয়েছে, মামলার নথিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি।
বিএনপি পক্ষের আইনজীবীরা জানান, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। খালাস পাওয়া নেতাদের মধ্যে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা ও রয়েছেন। রায়ের পর বিএনপি নেতারা আনন্দ প্রকাশ করেছেন এবং আদালতের ন্যায়বিচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।