ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪ ফাল্গুন ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে হাবিপ্রবিতে র‌্যালি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৫১ পিএম আপডেট: ২৯.১০.২০২৪ ৩:৫৫ পিএম  (ভিজিটর : ১০৮)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সকাল ১০ টায় র‌্যাগিং ও মাদক বিরোধী র‌্যালি অনুষ্টিত হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা'র নেতৃত্বে নবীন-প্রবীন শিক্ষার্থী, অনুষদীয় ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। প্রশাসনিক ভবনের সন্মুখ হতে শুরু করে র‌্যালিটি ক্যাম্পাস ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, র‌্যাগিং নামক অপসংস্কৃতি দেশের শিক্ষাঙ্গণে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। যা সত্যি বেদনাদায়ক। অথচ বিশ্ববিদ্যালয় হল মুক্ত জ্ঞানচর্চার জায়গা। যেখানে একজন নবীন শিক্ষার্থী শুরুতেই র‌্যাগিংয়ের নামে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। যা আমাদের কাম্য নয়। আমরা সকলে মিলে এ বিশ্ববিদ্যালয় হতে র‌্যাগিং ও মাদককে কঠোর হস্তে দমন করব। এ ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য যে, র‌্যাগিং এ কোন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে হাবিপ্রবি’র র‌্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- সতর্কতা, বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম হতে সাময়িক বহিস্কার, শিক্ষা কার্যক্রম হতে স্থায়ী বহিস্কার, আবাসিক হল হতে সাময়িক ও প্রয়োজনে স্থায়ী বহিস্কার এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রচলিত ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আইন-শৃংখলা বাহিনী বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ ইত্যাদি।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]