প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:১৮ পিএম (ভিজিটর : ৩১৪)
ব্যাটিং ব্যর্থতায় আরও একটি টেস্ট ম্যাচে হারলো বাংলাদেশ। ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল। বাংলাদেশের দেওয়া ১০৬ রানের লক্ষ্য প্রোটিয়ারা টপকে গেছে ৭ উইকেট হাতে রেখেই।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চতুর্থ দিনে মাত্র ২৫ মিনিট খেলতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যেই টাইগাররা হারিয়েছে তাদের তিন উইকেট। দলের অন্যতম ভরসার প্রতিক মিরাজ মাত্র তিন রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। মিরাজের বিদায়ের পর ৩০৭ রানেই থেমেছে বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার হয় মাত্র ১০৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। প্রথম নয় ওভারে তারা তুলে নেন ৩৭ রান। তবে এর পরের ওভারেই এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম । আউট হওয়ার আগে করেন ২৭ বলে ২০ রান।
এইডেন মার্করামের বিদায়ের পর জুটি গড়েন ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি। দলীয় ৭২ রানে এই জুটিও ভাঙেন তাইজুল। এবার তাইজুলের শিকার হন আরেক ওপেনার টনি ডি জর্জি। ৫২ বলে ৪১ রান করে তাইজুলের বলে ৯হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান টনি ডি জর্জি। তার বিদায়ে ভাঙে ২৯ রানের জুটি।
৭২ রানে ২ উইকেট হারানোর ডেভিড বেডিংহ্যামকে নিয়ে এই জুটি গড়েন ট্রিস্টান স্টাবস। এই জুটিতে ভর করে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় সফরকারীরা। আর তখনই দক্ষিণ আফ্রিকা শিবিরে আবারও আঘাত হানেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে লিটন দাসের হোতে ক্যাচ তুলে দিয়ে প্যালিলিয়নের পথ ধরেন ডেভিড বেডিংহ্যাম।
ডেভিড বেডিংহ্যামের বিদায়ের পর রায়ান রিকেলটনকে নিয়ে জয় নিয়েই মাঠে ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।
এর আগে মিরপুর টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ২০২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৭ রানে থামে বাংলাদেশ। ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।