ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪ ফাল্গুন ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ভোট চাইছেন না বাফুফে সভাপতি প্রার্থী
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১:২৯ পিএম  (ভিজিটর : ৩৩৮)
বাফুফে নির্বাচন আগামী ২৬ অক্টোবর। সিনিয়র সহ-সভাপতি ছাড়া অন্য তিন পদে (সভাপতি, সহ-সভাপতি ও সদস্য) ভোটাভুটি হচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছাকাছি যাচ্ছেন। যারা ঢাকার বাইরে বা দূরত্ব অবস্থানে তাদের কাছে মুঠোফোনে ভোট চাওয়া হচ্ছে। সভাপতি প্রার্থী দিনাজপুরের তৃণমূলের সংগঠক এএফম মিজানুর রহমান চৌধুরী এখনো নিভৃতেই রয়েছেন। বাফুফে নির্বাচন উপলক্ষ্যে অধিকাংশ কাউন্সিলর অবস্থান ঢাকায়। অথচ সভাপতি প্রার্থী মিজানুর এখনো নিজ জেলা দিনাজপুরেই রয়েছেন। বাফুফে নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলররা। এবার বাফুফে নির্বাচনে বেশ সক্রিয় ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তিনি নিজেও সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ফরম জমা দেননি। এক লাখ টাকা দিয়ে সভাপতি পদে মনোনয়ন কিনে চমক সৃষ্টি করেছেন একেবারে অচেনা তৃণমূলের সংগঠক মিজানুর রহমান। ভোটের সময় ঘনিয়ে আসলেও এখনো তিনি সেভাবে ভোটের মাঠে নামেননি। বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সভাপতি প্রার্থী। তরফদার রুহুল আমিন সভাপতি পদে মনোনয়ন নেননি। মূলত তাবিথের সভাপতি হওয়া শুধুই আনুষ্ঠানিকতা। তাবিথ ঢাকায় বাফুফে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছেন আবার কখনো তিনি কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন। সেই সকল অনুষ্ঠানে ভোটের চেয়ে সভাপতি হওয়ার পর কি করতে চান সেই আলোচনাই বেশি হয়। ২০২০ সালের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়া শফিকুল ইসলাম মানিক মাত্র ১ ভোট পেয়েছিলেন। বাদল রায় নির্ধারিত সময়ের পর প্রত্যাহার আবেদন করায় তার নাম ব্যালটে ছিল। অসুস্থতার কারণে তিনি ভোট কেন্দ্রে উপস্থিত হননি। এরপরও চল্লিশের বেশি ভোট পেয়েছিলেন। মিজানুর রহমান কত ভোট পান সেটাই দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]